ছনুয়া উচ্চ বিদ্যালয়, ছনুয়া বাজার, ফেনী সদর, ফেনী।


০১.০১.১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমে মানবিক বিভাগ চালু হয়। এ বিদ্যালয় হতে প্রথমে ১৯৭৬ সালে ০৩ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ০৩ জনই উক্ত পরীক্ষায় পাস করে । হাটি হাটি পা পা করে প্রতিষ্টানটি টিনশেড ঘর দিয়ে শুরু হয়। তারপর, বেশ কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিত্বের অকৃত্রিম দানে এ বিদ্যালয়টি অত্র এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যম হিসেবে পরিণত হয়। যাঁদের অকৃপণ দানে এ বিদ্যালয়টি আজকের এত বড় প্রতিষ্ঠানে পরিণত হয় তাঁদের মধ্যে নিম্নোক্ত দাতাবৃন্দের অবদান অবিস্মরণীয়। তাঁরা হলেন ঃ 

১। ছনুয়া আধুনিক জনকল্যাণ সমিতি(আজীবন দাতা)

২। জনাব ফয়েজ আহ্মমদ (প্রাক্তন চেয়ারম্যান)

৩। জনাব ছিদ্দিক আহাম্মদ সওদাগর।(আজীবন দাতা) 

৪। হাজী আলী আহাম্মদ সওদাগর।(আজীবন দাতা)  

৫। জনাব আমির হোসেন চেয়ারম্যান(আজীবন দাতা) 

৬।জনাব কাজী মোস্তফা কামাল(বীর মুক্তিযোদ্ধা-আজীবন দাতা) 

৭। জনাব হাজী আনা মিয়া(আজীবন দাতা) 

৮। জনাব হাজী আলা উদ্দিন (আজীবন দাতা) 

৯।জনাব  আনোয়ার হোসেন(এককালীন)

১০। জনাব আর,সি পাল(এক কালীন) 

১১। জনাব জসিম উদ্দিন জিকো(আজীবন দাতা) 

১২। জনাব করিম উল্যাহ (আজীবন দাতা)

১৩। জনাব মোহাম্মদ মোস্তফা ; প্রমুখ শিক্ষানুরাগী ব্যক্তিত্বদের অবদানের স্বীকৃতি আজীবন অত্র এলাকা স্মরণ করেবে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষাক হিসেবে যাঁরা অত্র প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রেখেছেন তাঁদের মধ্যে ১। জনাব করিম উল্যাহ,বি,এ;(১.৫ মাস) ২। জনাব নুর আহাম্মদ চৌধুরী,বি,এ;বিও-এড(৩৭ বছর) এবং ৩। উজ্জল চন্দ্র দাস;বি,এস,সিও-বিএড;সিইএম বিএ;ডিসিএস (১৫.১০.২০০৯ হতে অদ্যাবদি) । 

* তথ্য অধিকার আইনি’২০০৯ এর আওতায় তথ্য প্রধানকারী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের নাম:

১। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নামঃ আতা উদ্দিন ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক, মোবাইল: ০১৮১৫৬৩২৮২৩

২। বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নামঃ পরিতোষ মজুমদার, সহকারী শিক্ষক (গণিত), মোবাইল: ০১৮২১০৪১০২৯

৩। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার আপীল কর্তৃপক্ষ: উজ্জ্বল চন্দ্র দাস, প্রধান শিক্ষক, মোবাইল: ০১৮১৯১৪৫৭৭৭

বর্তমান গভর্নিং বডির নামের তালিকা

নাম ক্যাটাগরি পদবী
জনাব জামাল উদ্দিন চেয়ারম্যান সভাপতি
আবদুল কাইয়ুম অভিভাবক সদস্য
পরিতোষ মজুমদার শিক্ষক প্রতিনিধি সদস্য
উজ্জ্বল চন্দ্র দাস সদস্য সচিব প্রধান শিক্ষক

শিক্ষক-শিক্ষিকা কর্ণার

  • Paritosh Mojumdar

    Asst. Teacher(Science)

  • Sheuli Bhowmik

    Asst. Teacher(Bangla)

  • Ata Uddin Bhuiyan

    Assistant Head Master

  • Shambu Ranjan Das

    সহঃশিক্ষক(আইসিটি)

  • Enamul Huq

    সহঃশিক্ষক(শর‍্যীরচর্চা)

  • Mahfuja Begum

    Assistant Teacher (English)

  • Subarna Rani Das

    Assistant Teacher (L&IS)

  • Md. Altas Uddin Almahmud Bhuiyan

    Assistant Teacher (Social Science)

  • Kulsuma Akhter

    Assistant Teacher (Business Studies)

  • Mohammad Ullah

    Assistant Teacher (Islamic Studies))

  • Md. Abu Yousuf

    Assistant Teacher (Mathematics)

More Links

youtube

Contact us

  • Cell: +8801819145777
  • E-Mail:highchanuafeni@gmail.com
facebook twitter youtube youtube

© All Rights Reserved by Chanua high school , 2015-2025.

Technical Support:   STITBD.